আল্লাহ পাকের নেয়ামত
তরজুমানে আকাবির আরেফবিল্লাহ শায়খুল হাদীস শায়খুল উলামা হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর “মালফুযাত”
মানুষে বলে গোবরে পদ্মফুল ফোটে। গোবর ও তো এত নাপাক না যতটা নুৎফা (বীর্য) নাপাক। কিন্তু আজীব যে, কি আশ্চর্য কুদরত আল্লাহ তাআলার! সেই নাপাক পানি থেকে আল্লাহপাক এ্যায়ছা সুন্দর সুন্দর মানুষ বানায়ে সারা জাহান ভরে ফেলেছেন।
মুসলমান তালাশ করে যে, নামায পড়লাম, রোযা করলাম আমি কি পেলাম। এত দোআ করলাম কি পেলাম। আরে পাগল বাকি রইল কোনটা! রব্বুল আলামীনের কদমে সেজদা করতে পারলে, আর বাকি রইলো কি! সবই তো এখানেই নগদ পেয়ে গেছো। এই যবানে আল্লাহর নাম নিলে, এটা তো নগদ পেয়ে গেছো। এই নুৎফার তৈরি যবানে আল্লাহর নাম নেওয়া কি মামুলী ব্যাপার! এর চেয়ে বড় প্রাপ্তি আর কি! সব তো এখানেই নসিব হয়ে গেছে। এরপর আল্লাহপাক যেটা জান্নাতে দেবেন সেটাকে আল্লাহপাক কোরআনে “যেয়াদা” বলেছেন।