দরুদ শরীফ লিখতে কৃপণতা কেন?
আমরা অনেকে সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ লিখে থাকি।…
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের সাথে পূর্ণ দরুদ শরীফ লেখা চাই, সংক্ষিপ্ত আকারে নয়।
কি হল আমাদের ! আমরা সব কিছু করতে পারি, পড়তে পারি, লিখতে পারি।
কিন্তু ছোট্ট একটা দরুদ শরীফ লিখতে পারি না।
কেন? এখানে এত কৃপণতা কেন???
দরুদ শরীফ লিখলে কি অনেক সময় নষ্ট হয়ে যায়? কলমের কালি কি শেষ হয়ে যায়? হাত কি ব্যথা হয়ে যায়?…
অথচ দরুদ শরীফের অসংখ্য ফজিলত রয়েছে।…
কেউ একটা দরুদ লিখলে যতদিন এই লেখা থাকবে ততদিন তার আমল নামায় সওয়াব লিখা হতেই থাকবে। এরকম অসংখ্য ফজিলত রয়েছে। সব তো লিখা সম্ভব না, আমরা হক্কানী ওলামায়ে কেরামের কাছ থেকে এবং হাদিসের কিতাব থেকে আরো ফজিলত জেনে নিব।
তো আমরা যারা না বুঝে অথবা শয়তানের ধোকায় পরে এমনটা করে থাকি জলদি তাওবা করে নেই।…
অন্তত পক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বতেও তো পুর্ণ দরুদ শরীফ লিখা উচিৎ।
আল্লাহ তায়ালা আমাদের সঠিক বুঝ দান করেন। (আমীন) (মারকাজুল হুদা ডট কম)