বিজয় দিবস

  • আজ বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন।
    বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
    দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের
    আত্মত্যাগ, দুই লাখ মা-বোনের সম্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়ের দিনটিতে বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি জানা-অজানা সেসব শহীদদের। সবাইকে মহান বিজয়ের শুভেচ্ছা।
    আসুন এদিনে আমরা গান-বাদ্য আর শরিয়ত বিরোধী কাজ না করে তাদের জন্য ইসালে সওয়াব করি,দোআ-ইস্তিগফার করি,অন্তত পক্ষে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাছ ও দরুদ শরীফ পড়ে তাদের রুহে পাঠিয়ে দেই।
    আল্লাহ আমাদের তাওফিক করুন। আমিন
    (মারকাজুল হুদা ডটকম)

You may also like...

error: Content is protected !!