বেফাকের ফলাফল
২০১৯ সালের বেফাক পরীক্ষার ফলাফল।
বেকাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আজ (বৃহস্পতিবার, ২৪ রমযান, ৩০ মে) প্রকাশিত হয়েছে।
সকাল ১০ টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবূ ইউসুফ (দাঃবাঃ) পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী (দাঃবাঃ) এর নিকট হস্তান্তরের পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় আল্লামা আশরাফ আলী (দাঃবাঃ) বলেন, কওমি মাদরাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজীর স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবে বলে আমার একান্ত বিশ্বাস।
আপনার পরীক্ষার ফলাফল দেখতে প্রথমে এখানে ক্লিক করুন। তারপর নিচের ফটোর মতো একটি পেজ আসবে
তাতে সবকিছু পূরণ করে (দাখিল করুন) এ ক্লিক করুন…
আর আপনার রোল নং টা ইংরেজিতে লিখবেন।
কোন জামাতের কোন কোন ছাত্র-ছাত্রী ১ম ২য় ৩য় স্থান অধিকার করেছে এবং পাশের হার কত ইত্যাদি জানতে এখানে ক্লিক করুন।