মালফূযাত-১২

তরজুমানে আকাবির আরেফবিল্লাহ শায়খুল  হাদীস শায়খুল উলামা *হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম* এর

*মালফূযাত*

আল্লাহ্পাক যাকে বড় কপালওয়ালা বানাতে চান, কিসমত যার বড় তাকে এলমে দ্বীনের দৌলত দান করেন। কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে সিজদায় পড়ে থাকলেও এ নেয়মতের শোকর আদায় সম্ভব না।মোল্লা আলী কারী রহ. মেরকাতে লিখেছেন, এলম্ এমন এক নূর যা আল্লাহপাক থেকে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামের কলবে পৌঁছে। সেখান থেকে উম্মতের  ওলামাদের কলবে পৌঁছে। এজন্য যখন কোন আলেমেদ্বীন কথা বলেন যেন স্বয়ং রব্বুল আলামীন কথা বলছেন। কারণ আলেম তো আল্লাহ্‌পাকের কথা বলবেন। নিজের কথা নয়।(মারকাজুল হুদা ডট কম)

You may also like...

error: Content is protected !!