মালফূযাত-১৬
তরজুমানে আকাবির আরেফবিল্লাহ শায়খুল হাদীস শায়খুল উলামা হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর
মালফূযাত
মানুষের জান্নাতি যিন্দেগী হল দুনিয়াতে থাকবে মাওলাকে ডাকবে। একেক সেজদা শত শত রাজ্য রাজত্বের চেয়েও দামি। সেজদার মধ্যে বান্দা আল্লাহর সীমাহীন নূরে ডুবে যায়। গুনাহের কারণে বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়। আর বন্দেগী এবং আনুগত্যের দ্বারা বান্দার আল্লাহর নূর-নৈকট্য এবং সন্তুষ্টি নসীব হয়। প্রত্যেক কাজের পূর্বে এই খেয়াল করা চাই যে, আল্লাহপাক এতে রাযি আছেন তো?…….. ভদ্র বান্দা দুনিয়াতে নিজেকে লাগামহীন ভাবতেই পারে না।