মালফূযাত-১৮
- তরজুমানে আকাবির আরেফবিল্লাহ শায়খুল হাদীস শায়খুল উলামা *হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম* এর *মালফূযাত*
-
নবীর পর সমস্ত উম্মতের মধ্যে উলামায়ে-দ্বীন বড়।
যে আলেমকে ইজ্জত করলো সে নবীকে ইজ্জত করলো।যে আলেমের খেদমত করলো সে নবীর খেদমত করলো।যে আলেমের সঙ্গে উঠলো বসলো সে নবীর সঙ্গে উঠলো বসলো। যে আলেমকে অপমান করলো সে নবীর অপমান করলো। এগুলো দুনিয়াতে বুঝে না আসলেও কাল কিয়ামতে সবই বুঝে আসবে।
উলামায়ে দেওবন্দ ছূ হলে তারা অনুসরণ করে কাদের ??? ??? ??? ??? !!!!!!!!!!!!!!
চোর-ডাকাতকেও এমন ভাবে মারা হয় না যেভাবে উলামায়ে কেরামকে মারা হয়েছে। তাদের উপর জুলুম করা দ্বীনের কোন দাওয়াত ????????
দ্বীনের দাওয়াত দেওয়া তো অনেক বড় আমল। এর জন্য উঁচু আখলাক চাই। পশুর মত এ——ত নিচে নেমে দ্বীনের দাওয়াত কিভাবে দেয় !!!!!!!
তামাম উলামা যেটা ভুল মনে করছেন একদল মুসলমান সেটা সহীহ মনে করছে————–
সাউথ আফ্রিকায় কোনো মিম্বারে মেহরাবে তাবলীগের গায়ের আলেমকে বয়ানে দেওয়া হয় না।
উলামায়ে কেরামকে চোর ডাকাতের মত পিটানো কি হক হওয়ার দলিল ?????