মালফূযাত-২৩
তরজুমানে আকাবির আরেফবিল্লাহ শায়খুল হাদীস শায়খুল উলামা হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর “মালফুযাত”
কোরআন শরীফে মহান রব্বুল আলামীন বলেছেন,
اطيعوا الله والرسول لعلكم تفلحون
তোমরা দুই কাজ করো-
১. আল্লাহকে মানো, ২. আল্লাহর রাসূলকে মানো। নিঃসন্দেহে তোমরা কামিয়াব হয়ে যাবে। আমার ভাইয়েরা! এজন্য আমাদের মেজাজই যেন এই হয় যে,আল্লাহপাকের আনুগত্য এবং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম এর আনুগত্য। আল্লাহ এবং রাসূলের আনুগত্য আমরা শিখব কোথায়? কোরআন শরীফে রব্বুল আলামীন বলেছেনঃ
الرحمن فاسال به خبيرا
হযরত থানভী (রহ.) এই আয়াতের তরজমায় এক জায়গায় বলেছেন,
رحمن کی شان کو کسی باخبر سے پوچھو
মহান রব্বুল আলামীনের মর্জি এবং পছন্দ, আল্লাহকে পাওয়ার রাস্তা তুমি যদি জানতে চাও যারা খবরওয়ালা তাদেরকে জিজ্ঞাসা করো। এ খবরওয়ালা কারা? অন্য আয়াতে আল্লাহপাক তাদেরকে বলেছেন
انما يخشى الله من عباده العلماء
আল্লাহকে ভয় করার মতো ভয় করে তো ওলামা। আলেমগণ আল্লাহকে ভয় করার মতো ভয় করেন। তাফসীরে ইবনে কাসীরে العلماء অর্থ বলেছেন
العارفون بذات الله وصفاته
আল্লাহকে ভয় করার মতো ভয় করে তো তারা যারা যথাযথভাবে আল্লাহকে চিনে, আল্লাহপাকের মারেফত যথাযথভাবে যাদের মধ্যে আছে। সেই আসমানী এলমের আলোকে, আসমানী এলমের বরকতে যারা আলেমে দ্বীন এবং আসমানী হেদায়েতের উপর চলার কারণে যাদের নুরওয়ালা যিন্দেগী তারা আলেমে দ্বীন। সেই উলামায়ে দ্বীনদের অনুসরণ করতে বলেছেন মহান রব্বুল আলামীন।
তো আমাদের মূল কাজ হল আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যে যিন্দেগী শিখব আমরা ঐ উলামায়ে দ্বীন থেকে যারা আল্লাহপাকের মারেফাতওয়ালা। আল্লাহকে চিনেন, জানেন এবং আল্লাহপাকের মর্জির উপর জীবন উৎসর্গকারী। এই দুই পথ যখন ধরবে তো সে কামিয়াব হয়ে যাবে।আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য এবং ওলামায়ে দ্বীন থেকে যিন্দেগী নেওয়া।
সিলেটের মাওলানা আকবর আলী (রহ.) ছিলেন আল্লাহর খুব খবরওয়ালা এবং দুনিয়ার বেখবরওয়ালা। ঈমানওয়ালা দ্বীনী জযবাওয়ালা।
গুনাহ থেকে বাঁচলে দিলে নূর পয়দা হয়। আল্লাহর মহব্বত না হলে দ্বীন টেকসই হয় না। কোন মহব্বতওয়ালার থেকে মহব্বত না শিখলে তার পদে পদে ঝামেলা হয়।