মালফূযাত-৭

তরজুমানে আকাবির আরেফবিল্লাহ শায়খুল  হাদীস শায়খুল উলামা *হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম* এর *মালফূযাত*

অনেকে মানুষের সাথে সদাচার করা এবং সুসম্পর্ক বজায় রাখার ফিকির করে, অথচ আল্লাহর সাথে এমন সম্পর্কের বিষয়ে উদাসিন। সর্বদা আল্লাহর হক পালন করলে তথা গুনাহমুক্ত যিন্দেগী বানালে সে সর্বদা আল্লাহ্কে একদম সামনে পায়। যার ফরয এলেমের চেয়ে আমল বেশি তিনি হলেন আবেদ।

যার আমলের চেয়ে এলেম বেশি তিনি হলেন ফকীহ। এলেম হল আল্লাহর এক নূরের স্রোতধারা। মুমিনের জীবনটা বিস্ময়কর। তার সবটাই মঙ্গল, নূর এবং রহমত।(মুসলিম শরীফ মিশকাত থেকে) শক্তিশালী মুমিন হল, যে আল্লাহর হুকুমের উপর অটল।

You may also like...

error: Content is protected !!