মালফূযাত-৮

 

তরজুমানে আকাবির আরেফবিল্লাহ শায়খুল  হাদীস শায়খুল উলামা *হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম* এর *মালফূযাত*

রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম বলেন, যে মুসলমান দুই আমল করবে নি:সন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। অামল দুটি তো  সহজ । কিন্তু এর উপর আমলকারীর সংখ্যা কম। ১. পাঁচ ওয়াক্ত নামাযের পর সুবহানাল্লাহ ১০ বার, আলহামদুলিল্লাহ ১০ বার, আল্লাহু আকবার ১০ বার পড়বে। ২. শোয়ার সময় পড়বে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার ।

  •  
 

 
 

 

You may also like...

error: Content is protected !!